সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

bangla-15


***এক লোক ডাক্তার দেখাতে গেছে কারণ তার ইয়ে দাঁড়ায় না। ডাক্তার শুনে বললেন, বিয়ে করছেন?

:
না।
:
প্রেমিকা আছে ?
... :
না।
:
পরকীয়া করেন ?
:
না।
:
টানবাজার যান ?
:
না।
:
মাস্টারবেট করে্ন?
:
না।
ডাক্তার ক্ষেপে বললেন, “ওই মিয়া, তাহলে দাড়া করায়ে কি করবেন? ক্যালেন্ডার টাঙ্গাইবেন!!!”

 _______________________________________________


***প্রান ফ্রুটোর অ্যাডটা নিশ্চয় মনে আছে-

শৈশব কেটেছে আমের ছলনায়, কৈশর কেটেছে আমের ভাবনায়, যৌবন কাটলো আমের তাড়নায়, আম, আম, আমার প্রেম আম। জীবন আমার কেটে যায় আমের প্রেমের যন্ত্রনায়। দেখা দায় তো দায় না, ধরা দায় তো দায় না, বিশ্বাস ঘাতক আম। ফ্রুটো এমনি একটা আম যে সারা বছর থাকে আপনার ধরা ছুয়ার মাধ্যে। চিনে নিন শুধুই ফ্রুটোকে... আহ আম
...
এবার এই অ্যাড থেকে আমটাকে তুলে কাম দেই-

শৈশব কেটেছে কামের ছলনায়, কৈশর কেটেছে কামের ভাবনায়, যৌবন কাটলো কামের তাড়নায়, কাম, কাম, আমার প্রেম কাম। জীবন আমার কেটে যায় কামের (প্রেমের) যন্ত্রনায়। দেখা দায় তো দায় না, ধরা দায় তো দায় না, বিশ্বাস ঘাতক কাম। ফুটোতে এমনি একটা কাম যে সারা বছর থাকে আপনার ধরা ছুয়ার মাধ্যে, চিনে নিন শুধুই ফুটোকে... ...কাম

_____________________________________________________

***সেক্সের পর যে যা বলে:
পতিতা:নে এইবার ঝটপট টাকা বাইর কর
প্রমিকা:আজ দারুন মজা হল
প্রতিবেশী:আবার কবে আসবে?
কাজের মেয়ে:সামনে মাসে থিকা কিন্তু বেতন বাড়াইতে হুইব
বৌ:এইবার খুশি?আগামী /৫দিনে যেনো আর কোন বায়না না শুনি

 _________________________________________________________________


***শিক্ষক: মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে।
ছাত্র: হা হা হা হি হি হি হি হি হি…..
শিক্ষক: হাসির কি হলো?
ছাত্র: স্যার এতো ছোট বেলুন বানাবেন ক্যামনে!!!


***একটি মুরগী তার বাড়ীর পাশের দোকান থেকে ডিম কিনতে গেল,
দোকানদার বলল ভিতরে আসো ভিতরে যাওয়ার পর দোকানি প্রশ্ন করল.....
তুমি আবার ডিম কিনতে আসছো কেন ? তুমি তো নিজেই ডিম পাড়তে পার !
মুরগী উত্তর দিলো, না। আমার হাসবেন্ড কইছে ডিম পাড়লে আমার ফিগার নষ্ট হয়ে যাবে তাই আমি ডিম পাড়ি না...!!

____________________________________________


***বাংলাদেশে এয়ারটেল না এসে যদি ভোদাফোন আসত তাহলে কি হতঃ
আসুন দেখিঃ
. দুঃখিত এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত ভোদায় সংযোগ দেয়া যাচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন
. রাত বারটার পর ভোদা-টু-ভোদা (লেসবিয়ান) ২৫ পয়সা মিনিট।
...
. আপনার ভোদায় পর্যাপ্ত পরিমান টাকা জমা নেই। অনুগ্রহ করে রিচার্জ করুন।
. শুনলাম নাকি ভোদা ফোনে এখনও কল (বাড়া) ব্লক সার্ভিস চালু হয় নি তাই সবাই মিলে ভোদায় কল ইচ্ছে মত ঢুকাতে থাকুন।
. ভোদায় এক সাথে মাত্র ৩টা fnf না। ৫টা fnf (থ্রীসাম নয় ফাইভসাম)

bangla-14



***রতন দৌড় দিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলল
রতন : ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন। আমার বাচ্চা হবে। সরি আমার বউয়ের বাচ্চা হবে।
ডাক্তার : (একটি টুল বক্স হাতে দিয়ে) চল আমার মোটর সাইকেলে।
... (
বাসায় এসে ডাক্তার টুল বক্সটি নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং রতনকে বাইরে থাকতে বললেন- এর ১০ মিনিট পর দরজা খুলতেই)
: ডাক্তার সাব আমার বউয়ের কি হলো? কি হলো?
: তোর এখানে ছেনি আছে? ছেনি দে।
: ডাক্তার সাব ছেনি কি করবেন? এটা দিয়ে কি হবে?
: তোর বউকে যদি বাঁচাতে চাস তবে ছেনি নিয়ে আয়।
(
কি আর করার আছে কোন রকম খুজে একটি পুরাতন ছেনি এনে দিল)
১৫ মিনিট পর ডাক্তার সাব ঘামে ভেজা দরজা খুললে
: ডাক্তার সাব, ডাক্তার সাব আমার বউয়ের কি হলো?
: তোর এখানে হাতুড়ী আছে? হাতুড়ী।
: ডাক্তার সাব হাতুড়ী কি করবেন? এটা দিয়ে কি হবে?
: তোর বউকে যদি বাঁচাতে চাস তবে হাতুড়ি নিয়ে আয়
(
কি আর করার আছে একটি হাতুড়ীএনে দিল)
এর পর ডাক্তার আবার হাতুড়ী নিয়ে দরজা লাগিয়ে দিলেন। এর ২০ মিনিট পর ডাক্তার সাব ভেজা শরীর, অর্ধ ছেড়া শার্ট নিয়ে দরজা খুলে বের হলেন, বললেন- )
: তোর এখানে করাত আছে? করাত।
: ডাক্তার সাব আমার বউয়ের কি হলো? কি অবস্হা?
: কিছু হয়নি। করাত লাগবে।
: ধুর শালা তুমি একটা ফালতু ডাক্তার। একবার ছেনি চাও, একবার হাতুড়ী আবার করাত চাচ্ছ। বাচ্ছা হওয়াতে এসব লাগে নাকি? কি হবে এসব দিয়ে?
: দেখ রতন উত্তেজিত হ্ইও না। আমি যে কাঠের বাক্সটি এনেছিলাম। তার চাবি খুজে পাচ্ছি না। আর বাক্সটি এখনোও ভাঁঙ্গতে পারিনি

 _____________________________________________________


***একদিন এক মেয়ে ছোট কাপড় পরে স্কুলে গেলো!!
শিক্ষক তার ছোট কাপড় দেখে প্রশ্ন করলেনঃআজকে ছোট জামা পড়ে আসার মানে কি??”
...
তখন মেয়েটি উত্তর দিলোঃস্যার, আজকে তো হাফ স্কুল তাই হাফ জামা পড়ছি!!”
কথা শুনে সব ছেলেরা গোবেচারার মত বলে উঠলোঃস্যার প্লিজ একদিন বন্ধের দিনেও একটা ক্লাস নেন না!!”


_____________________________________________________


***মহিলা টিচার (রেগে) : চুপ করো নয়তো ধরে দাঁড় করায় দিবো।
সবগুলো ছাত্র চিৎকার করতে শুরু করলো,
ম্যডাম আমারটা আগে
না ম্যডাম আমারটা আগে

_____________________________________________________


*** ছেলেঃ বাবা,
বড়ভাইয়া তো দরজা খুলছে না!
বাবাঃ খুলবে খুলবে,
কাল রাতে তোমার ভাইয়ার বাসর রাত ছিল তো, ক্লান্ত তাই এখনও দরজা খুলছে না।
ছেলেঃ ঠিক আছে বাবা,
কিন্তু রাতে ভাই আমার কাছে কোল্ড ক্রিম চাইলে আমি তো ভুলে ফেবিকল (সুপার গ্লু) দিয়েছি। সেই জন্য চিন্তা করছি।


______________________________________________________