**************************************************************************
১৮ বছরের মেয়েরা হল ফুটবলের মত। পেছনে ২২ জন দৌড়ায় ।
২৮ বছরের মেয়েরা বাস্কেটবলের মত। পেছনে ১০ জন থাকে ।
৩৮ বছরের মেয়েরা গলফ বলের মত। একজনই পেছনে থাকে ।
আর ৪৮ বছরের মেয়েরা টেবিল টেনিস বলের মত। এ বলে তুই নে ও বলে তুই নে ।
২৮ বছরের মেয়েরা বাস্কেটবলের মত। পেছনে ১০ জন থাকে ।
৩৮ বছরের মেয়েরা গলফ বলের মত। একজনই পেছনে থাকে ।
আর ৪৮ বছরের মেয়েরা টেবিল টেনিস বলের মত। এ বলে তুই নে ও বলে তুই নে ।
**************************************************************************
মারাত্নক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুইজনেই মারাত্নক আহত হলেও স্বামীর মুখের চামড়া পুরোটাই পুড়ে গেল। ডাক্তার সাহেব স্বামীকে অন্য কারো দেহ থেকে চামড়া সংগ্রহ করতে বলল। স্ত্রী সাগ্রহে রাজি হলো তার শরীর থেকে চামড়া দিতে। কিন্তু সারাদেহে শুধুমাত্র স্ত্রীর পাছার চামড়া, স্বামী গালের চামড়ার সাথে সুইটেবল বলে ডাক্তার বলে দিল কি আর করা।
স্বামী-স্ত্রী দুজনেই ডাক্তারকে কইল কাউরে না কইতে, যে চামড়া কইত্তন লওয়া হইছে অপারেশন হইয়া গেল।
কিন্তু একি, স্বামীরে নতুন চামড়ায় আগের চেয়ে হ্যান্ডসাম লাগতাছে। চেহার জৌলুস যেন ফাইটা যাইতাছে।
নির্জণে একদিন স্বামী বউরে কইল, তুমি যদি চামড়া না দিতা, তাইলে আমার রূপ এমনে ফুইটা উঠতনা, কউ তোমারে কি দিলে তুমি খুশি হইবা।
ডারলিং আমারে কিছু দেওনের দরকার নাই, আমার পুরষ্কার আমি পাইয়া গেছি, আর রোজই পাইতাছি, বউ ঝটপটাইয়া কইল।
ক্যামনে?
যহন তোমার মা মানে আমার শ্বাশুড়ি তোমার মুখে চুমা দেয়, তহন আমার চাইয়া সুখি কেউ হইনা, তোমার মুখে থাকলেও আমার পাছাইতো।
**************************************************************************
এক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গেল। তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল, তুমি কার সঙ্গে থাকতে চাও, মায়ের সঙ্গে?
মেয়েটি বলল, না, মা বড্ড পেটায়!
তাহলে বাবার সঙ্গে?
না, বাবাও ভীষণ পেটায়!
তাহলে কার সঙ্গে থাকতে চাও?
আমি ক্রিকেটার আশরাফুলের সঙ্গে থাকতে চাই। ও ভারী ভালোমানুষ, চাইলেও পেটাতে পারে না!
মেয়েটি বলল, না, মা বড্ড পেটায়!
তাহলে বাবার সঙ্গে?
না, বাবাও ভীষণ পেটায়!
তাহলে কার সঙ্গে থাকতে চাও?
আমি ক্রিকেটার আশরাফুলের সঙ্গে থাকতে চাই। ও ভারী ভালোমানুষ, চাইলেও পেটাতে পারে না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন