বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

bangla-7


এক লোক জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে এমতাবস্তায় রাস্তায় প্রসাব পেলে রাস্তার পাশে দাড়িরে প্রসাব করে উঠে পরেন তখন এক মৌলবি ধরনের লোক দেখলেন লোকটি প্রসাব এর পর পানি ব্যবহার করেননি তখন লোকটিকে বললেন
হুজুর: আপনার কাজটা ভাল হয়নি
লোকটি: কেন?
হুজুর: আপনি তো প্রসাব করে পানি ব্যবহার করেননি!
লোকটি: (রিতিমত রাগের ভঙ্গিতে) কি বললেন আপনি যার জন্য বছর জেল খাটলাম তার মাথায় পানি ঢালব আমি?

*********************************************************************


এক প্রচুর ধনী মহিলা সিদ্ধান্ত নিলেন যে বিয়ে করবেন। ভাল পাত্রের জন্য প্রত্রিকায় বিজ্ঞাপন দিলেন এবং তিনটি শর্ত জুড়ে দিলেনঃ
. মহিলার গায়ে হাত তোলা যাবে না।
. মহিলাকে ফেলে কোথাও যেতে পারবে না।
. মহিলাকে বিছানায় সন্তুষ্ট রাখতে হবে।
নির্ধারিত দিনে অনেকেই ভাইভা দিতে আসলো। কেউ প্রথম দুটি শর্ত পূরন করতে পারে তো ৩য় টা পারে না, কেউ ৩য় টা পূরনে সক্ষম তো ২য় টি পূরনে সক্ষম নয়। এভাবে সারা দিন চলে গেল কিন্তু কেউ মহিলার মন মতো হল না। মহিলা হতাশ হয়ে বসে রইলেন। তার বুঝি আর বিয়ে করা হয় না। এমন সময় সন্ধ্যার দিকে হটা কলিং বেল বেজে উঠলো। মহিলা নিজেই গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখেন হাত পা নেই এমন এক ভিক্ষুক দরজার সামনে শুয়ে আছে।
মহিলাঃ তুমি কি চাও?
ভিক্ষুকঃ আমি ভাইভা দিতে আইছি।
মহিলাঃ কিন্তু সেটা কি করে সম্ভব? তুমি কি পারবে আমার তিনটা শর্ত পূরন করতে।
ভিক্ষুকঃ জে পারমু। দেখেন আমার একটাও হাত নাই, তাই আমি আপনার গায়ে হাত তুলতে পারুম না। আমার একটাও পা নাই। আমি আপনারে রাইখা কুথাও যাইতে পারুম না।
মহিলাঃ আচ্ছা বুঝলাম, কিন্তু তিন নম্বর শর্ত টা? সেটা কি ভাবে পূরন করবে?
ভিক্ষুকঃ ক্যান? আপনে কি আমার দেয়া কলিং বেল এর আওয়াজ শুনেন নাই

*********************************************************************



একগ্রামে বন্য হাতি ঢুকে সব লন্ড ভন্ড করে ঘর বাড়ি ভেঙ্গে তছনছ করে কলাগাছ সব খাওয়া শুরু করলো
গ্রামের সবাই হাতি তাড়াতে ব্যস্ত এই ফাকে এক কিশোরি বালিকা দৌড়ে চেয়ারম্যানের কাছে খবর দিতে গেল
কিন্তু বিপদের কথা হলো এই কিশোরী আগে কখনো হাতি দেখে নাই
সে গিয়ে চেয়ারম্যান কে উত্তেজিত গলায় বলছে -
-
চেয়ারম্যান সাব , সর্বনাশ হইছে !! বন থেকে এক অদ্ভুত ইয়া বড় জন্তু গ্রামে ঢুকে গেছে
-
তাই নাকি !! কিরকম দেখতে জন্তুটা ?/
-
ইয়া উঁচা ... আর একটা ইয়া মোটা লেজ সেই লেজ দিয়ে সে সব কলা গাছ উপড়ে ফেলছে...
-
তারপর !!!
কিশোরি এবার মুখ কান লাল করে লাজুক ভঙ্গিতে বললো -
-
যাহ !.. তারপর সেই কলাগাছ দিয়ে কি করছে সেটা বলতে আমার লজ্জা করছে !


*********************************************************************


আরাম খানের জন্মের আগের কথা। আরাম খানের বাপের প্রথম সন্তান মেয়ে। পরেরটা ছেলে হবে এই আশায় ঘরে উলঙ্গ পুত্র শিশুর পোষ্টার লাগিয়ে ভরে ফেলেছে পুরা দেয়াল। তা দেখে বছরের কন্যাটি তার বাবা কে জিজ্ঞেস করছে, “বাবা, বাবা, এই বেবীটার সামনে লেজ আছে, আমার নাই কেনো?”

*********************************************************************

এক অন্ধ লোক টেক্সাসে বেড়াতে গেছে। ট্রেনে সিটটাকে অনুভব করে পাশের যাত্রীকে সে বললো, ট্রেনের সিটটা তো নরমাল ট্রেনের চেয়ে বড়!
পাশেরজন জবাব দিলো, টেক্সাসে সবকিছুই বড়।
হোটেলে ওঠার পর লোকটি বারে গেলো কিছু পান করতে। অনুভব করে বুঝলো গ্লাসটা অনেক বড়। সে বললো, গ্লাস তো আসলেই বড়!
বারটেন্ডার জবাব দিলো, টেক্সাসে সবকিছুই বড়।
একটু পর লোকটির বাথরুমে যাবার প্রয়োজন হলো। বারটেন্ডারকে জিজ্ঞেস করতেই সে টয়লেটে যাবার দিকনির্দেশনা দিয়ে দিলো।
অন্ধ লোকটি কিছুদূর ঠিকমতো গিয়ে এক জায়গায় ভুল মোড় নিয়ে নিলো আর সোজা গিয়ে পড়লো হোটেলের সুইমিং পুলে। ভয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠলো সে, 'কেউ ফ্লাশ কোরো না, ফ্লাশ কোরো না।
'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন