মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

bangla-10


***ঢাকার কোন এক আধুনিক স্কুলে সিদ্ধান্ত নেয়া হলএডাল্ট এডুকেশনচালু করা হবে। এক ছাত্রীর মা-বাবা এতে খুব খশি হলেন। কিন্তু যখন জানতে পারলেন এর উপর ওরাল টেস্ট হবে তখন তারা মেয়েটির স্কুল বদলে ফেললেন
 ______________________________________________
***আরাম খান রাতের বেলা FTV তে ফ্যাশন শো দেখছিলো...
হটা ছেলে বল্টু মিয়া এসে রুমে ঢুকল...
অপ্রস্তুত আরাম খান বলল, "বেচারা গরীব মেয়েরা, কাপড় চোপড় কেনার পয়সা নাই..."
বল্টু মিয়াঃ "এর চেয়ে গরীব মেয়ে দেখতে চাইলে,আমার কাছে সিডি আছে,নিয়ে দেখতে পারো....."
 _______________________________________________
*** বন্ধু রাস্তা তে হাটতে গল্প করছিলো...
উলটো পাশ থেকে টা মেয়ে আসছিলো...
হটা ১ম বন্ধুঃ " সর্বনাশ...আমার বউ আর প্রেমিকা একসাথে আসছে..."
২য় বন্ধুঃ " হে আল্লাহ... আমারো..."
 _______________________________________________
***একদিন আইনস্টাইনের স্ত্রী তাকে জিগ্গেস করল আমাকে দেখতে কেমন লাগছে......
আইনস্টাইন বলল, tanC/sinC
বউ বলল, মানে ?
আইনস্টাইন বলল, tanC/sinC = (sinC/cosC)/sinC = 1/cosC = secC
 _______________________________________________

***রাজধানীতে দুপুরে বাসায় কেউ নেই। এক ভদ্র মহিলা কাপড় চোপড় খুলে গোসল করছেন। এমন সময় বাসার কলিং বেল বাজল। মহিলা ভাবলো, এমন দুপুর বেলায় কারও আসার কথা নয়। নিশ্চয় ফকির এসেছে। শরীর ভিজিয়েছি আবার কাপড় পড়বো? আচ্ছা কাপড় ছাড়াই লুকিং গ্লাস দিয়ে দেখি কে? যদি ফকির হয় তাহলে ভিতর থেকেই না করে দিবো ভিক্ষা দেওয়া যাবেনা। মহিলা দরজার ফুটা দিয়ে দেখেন, ফকির নয়, এসেছে পাশের বাসার অন্ধ ছেলে রাজু। মহিলা ভাবলেন, কাপড় গায়ে নেই, অন্ধ রাজুর সাথে দরজা খুলে কথা বললেও সমস্যা কি? তো আর দেখবেনা আমি …. দরজা খুলে-
মহিলাঃ কি ব্যাপার রাজু তুমি এই দুপুর বেলায়, আবার তোমার হাতে মিষ্টিও দেখছি?
অন্ধ রাজুঃ জী খালাম্মা, এই মিষ্টিগুলো রাখেন, আম্মা পাঠিয়েছে।
মহিলাঃ কি কারনে মিষ্টি রাজু?
অন্ধ রাজুঃ খালাম্মা আমি আজ সকাল থেকে দেখতে পাচ্ছি
________________________________________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন